৪টি সহজ পদ্ধতিতে হিকভিশনের ডিভাইসের পাসওয়ার্ড রিসেট
আমরা প্রায় সময়েই আমাদের সিকিউরিটি ডিভাইসের পাসওয়ার্ড ভুলে যাই। পরবর্তীতে সেই ডিভাইসগুলোর পাসওয়ার্ড রিসেট হয়ে দাঁড়ায় সময়সাপেক্ষ যদি না রিকভারিং প্রসেসটা সঠিকভাবে অনুসরণ করা হয়।
আজকের এই বল্গটিতে আমরা দেখবো কিভাবে ৪টি সহজ পদ্ধতিতে আপনারা হিকভিশনের ডিভাইসের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
নাম্বার ১ঃ রিজার্ভড ই-মেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট
ই-মেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে আপনার ডিভাইসটিকে ইন্টারনেটের সাথে এক্সেস নেয়ার প্রয়োজন পরে না। এক্ষেত্রে প্রথমে আপনাকে শুধুমাত্র Configuration User Page এ ই-মেইল এড্রেসটি সেট করতে হবে পাসওয়ার্ড রিসেটের ভেরিফিকেশন কোড পাওয়ার জন্য।
ডিভাইসের পাসওয়ার্ড যখনই ভুলে যাবেন, নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন –
- Forget Password পেইজে যান এবং Verified by Reserved email অপশনটি ক্লিক করুন।
- মোবাইল থেকে Hik-Connect App এ ঢুকুন।
- Reset Device Password বাটনে ট্যাপ করুন।
- এরপর QR Code টি স্ক্যান করুন।
- ৫ মিনিটের মধ্যে আপনার ভেরিফিকেশন কোডটি আপনার Reserved Email এ চলে আসবে।
- এরপর ভেরিফিকেশন কোডটি বসিয়ে নিন ও নতুন করে পাসওয়ার্ড সেট করুন।
নাম্বার ২ঃ Hik-Connect App এর সাহায্যে পাসওয়ার্ড রিসেট করুন
Hik-Connect App এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে হলে আপনার ডিভাইসটিকে সবার আগে ইন্টারনেট এবং Hik-Connect একাউন্টের সাথে সংযুক্ত থাকতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
- Forget Password Page এ গিয়ে Verify by Hik-Connect অপশনটি সিলেক্ট করুন।
- Hik-Connect একাউন্টে লগ-ইন করুন সংযুক্ত ডিভাইসটি থেকে এবং QR Code স্ক্যান করুন।
- এরপর আপনি একটি ভেরিফিকেশন কোড পাবেন।
- ভেরিফিকেশন কোডটি বসিয়ে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিন।
নাম্বার ৩: Hik-Security Question এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করুন
এই পদ্ধতিতে আপনার ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে এক্সেস করার প্রয়োজন নেই। আপনাকে Configuration User Page এ গিয়ে সিকিউরিটি প্রশ্ন এবং এর উত্তর নির্ধারন করে দিতে হবে।
এরপর যখনই আপনি আপনার ডিভাইসের পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন Forget Password এ গিয়ে ভেরিফিকেশন মেথড Security Question Verification দিয়ে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন।
নাম্বার ৪: GUID File দিয়ে পাসওয়ার্ড রিসেট করুন
এই পদ্ধতিতেও আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন ইন্টারনেট এক্সেস ছাড়াই। বিশেষত তাদের জন্য যারা সেনসিটিভ ইনফরমেশন ব্যবহারকারি তাদের জন্য এটি একটি আদর্শ পদ্ধতি হতে পারে।
GUID File এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে আপনাকে নিম্নোক্ত ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হবে,
- প্রথমে আপনার ডিভাইসে USB Flash Disk টি প্রবেশ করান
- এরপর Configuration User Page এ প্রবেশ করুন
- GUID File কে আপনার USB Flash Disk- এ এক্সপোর্ট করুন
- এই পদ্ধতিতে আপনি যতবার পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন পরবে, ততবারই আপনাকে নতুন করে GUID File এক্সপোর্ট করতে হবে।
- কাজেই আপনার ডিভাইসের পাসওয়ার্ডটি ভুলে গেলে Forget Password Page এ যান। এরপর USB Flash Disk থেকে যেই GUID File আপনার ডিভাইস থেকে এক্সপোর্ট করেছিলেন, তা ইমপোর্ট করুন।
- এরপর আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করুন।
মনে রাখবেন, হিকভিশনের সবগুলো ডিভাইস উপরের এই ৪টি পদ্ধতি সাপোর্ট না ও করতে পারে। নির্দিষ্ট কোন্ প্রোডাক্টের জন্য কোন্ পদ্ধতিটি সাপোর্ট করে তা জানার জন্য আপনি Forget Password পেইজে ভিজিট করতে পারে এবং আপনি যদি ওয়েবপেইজের মাধ্যমে কিংবা SADP Tools অথবা iVMS ৪২০০ এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে চান, তবে মনে রাখবেন আপনার কম্পিউটার এবং ডিভাইসটি একই লোকাল নেটওয়ার্ক এরিয়ার মধ্যে থাকতে হবে। এই হলো পাসওয়ার্ড রিসেট করার ৪টি সহজ পদ্ধতি।