
How to Stream ICC Men’s World Cup 2023 Matches Smoothly! – কিভাবে আইসিসি মেনস বিশ্বকাপ ২০২৩ এর ম্যাচগুলো স্মুথলি লাইভ স্ট্রিম করবেন!
শুরু হয়ে গেছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ক্রিকেটের ভীষণ আবেদন রয়েছে। এর মধ্যে আমরা বাংলাদেশিরা আরও একধাপ এগিয়ে, যেকোন পরিস্থিতিতে খেলা আমাদের দেখতেই হবে। আর সম্প্রতি সময়ে স্মার্টফোন ও স্মার্ট টিভির বহুল ব্যবহারের কারণে টিভি সম্প্রচারের থেকে অনলাইন লাইভ স্ট্রিমিং বেশি জনপ্রিয়। তবে, লাইভ স্ট্রিমিংয়ের জন্য একটি ভাল মানের ওয়াই-ফাই রাউটার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাল মানের ওয়াই-ফাই রাউটার স্মুথ এবং ল্যাগ-ফ্রি লাইভ স্ট্রিমিং নিশ্চিত করে।
সো, দেখে নেয়ে যাক স্মুথ লাইভ স্টিমিং এর জন্য আপনার কী কী প্রয়োজন।
১. উচ্চ-গতির ইন্টারনেট:
1080p, 4K, 8K – এরা সবই HD (High Definition) লাইভ স্ট্রিমিং এর স্ট্যান্ডার্ড. 4K স্ট্রিমিং এর জন্য, 25 Mbps (Megabits per second) এর উপরে ইন্টারনেট স্পিড প্রয়োজন. এবং এই স্পিডকে ভালভাবে ইউটিলাইজ করার জন্য ভাল মানের একটি রাউটার অতীব জরুরী। এই আর্টিকেলের লেখক পরামর্শ দিচ্ছেন মিনিমাম AC1200 স্ট্যান্ডার্ড এর একটি রাউটার ব্যবহার করতে। উনি নিজেও তাই করেন।
২. ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার:
ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই রাউটার 2.4 GHz এবং 5 GHz – দুটো ফ্রিকোয়েন্সিতে কাজ করে. আমাদের কাছে থাকা প্রচলিত ওয়্যারলেস ডিভাইসগুলো (ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস হেডফোন, ওয়্যারলেস রেকর্ডার ইত্যাদি) 2.4 GHz ব্যাবহার করে বলে এখানে ইন্টারফেয়ারেন্স বেশি। কিন্তু 5 GHz এ এই ঝামেলা নেই বলে 5 GHz ফ্রিকোয়েন্সিতে ডাটা ট্রান্সফার রেট বেশি হয় এবং এর অন্যান্য ডিভাইসের ইন্টারফেয়ারেন্স কম।
৩. Wi-Fi 6:
Wi-Fi 6 (802.11ax) আপানার যদি ভাল স্পিডের ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে আমি বলব, সেরা মানের লাইভ স্ট্রিমিং এক্সপেরিয়েন্স এর জন্য আপনি অবশ্যই Wi-Fi 6 (802.11ax) স্ট্যান্ডার্ড এর একটি রাউটার ব্যাবহার করুন। এক্ষেত্রে Archer AX23, Archer AX53, Archer AX73 বাজেটের মধ্যে ভাল অপশন হতে পারে। আপনি ট্রাই করেই দেখুন আপনার ওয়াই-ফাই ব্যাবহারের অভিজ্ঞতা বদলে যাবে।
৪. Quality of Service (QoS):
সব কিছুর পরও আপনার রাউটারে একসাথে যদি অনেকগুলো ডিভাইস চলে তাহলে আপনি যে ডিভাইস দিয়ে স্ট্রিমিং করবেন সে ডিভাইসে ব্যান্ডউইডথ কম পেতে পারেন। এক্ষেত্রে দুইটি সল্যুশন আছে, প্রথমত আপনার রাউটার যদি Wi-Fi 6 এর হয় সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না। তবে বাকি রাউটারগুলোতে Thether অ্যাপ অথবা ওয়েব ইন্টারফেসে QoS ফিচার দিয়ে ডিভাইস প্রাইরোটাইজ করে দিতে পারেন। এতে আপনি যে ডিভাইস দিয়ে স্ট্রিমিং করবেন সেখানে ব্যান্ডউইডথ এর কোন সমস্যা হবে না।
৫. MU-MIMO:
আপনি যদি AC1200 স্ট্যান্ডার্ড অথবা Wi-Fi 6 (802.11ax) স্ট্যান্ডার্ড এর রাউটার কিনে থাকেন তাহলে সেখানে আপনি MU-MIMO পেয়ে যাচ্ছেন, যেটি আপনার একাধিক ডিভাইসে লাইভ স্ট্রিমিং এক্সপেরিয়েন্স বেটার করবে।
লাইভ স্ট্রিমিং এর ঝামেলা আর আপনার প্রিয় দলের খারাপ পারফরম্যান্স দুই মিলে আপনার দিনটাই নষ্ট করে দিতে পারে। আপনার যদি অলরেডি AC1200 অথবা Wi-Fi 6 (802.11ax) স্ট্যান্ডার্ড এর রাউটার থেকে থাকে তাহলে তো কোন কথাই নেই। তবে যদি না থেকে থাকে তাহলে এখুনি নিয়ে নিন।
Visit Our Store
To Get the Best Mesh Router delivered directly to your house just visit our online store and order online for the prices and discounts today.