fbpx

+880 9606 999 645

+880 9606 999 745

query@excelbd.com

Excel_Technologies_Ltd
Where-to-place-router

রাউটার কোথায় রাখলে সবচেয়ে ভাল পারফরমেন্স পাওয়া যাবে?

ওয়াই-ফাই রাউটার ইউজারদের সবচেয়ে কমন একটি প্রশ্ন হলো রাউটার কোথায় রাখলে সবচেয়ে ভাল পারফরমেন্স পাওয়া যাবে? অনেকে আবার কনফিউসড থাকেন যে আমার ২০০০ স্কয়ার ফিট বাসার জন্য ২০০০ স্কয়ার  ফিট কাভার করে এমন রাউটার কিনলাম কিন্তু সব রুমে সমান সিগন্যাল পাচ্ছে না। 

বাসার কোথায় ওয়াই-ফাই রাউটার রাখলে সবচেয়ে ভাল কাভারেজ পাওয়া যায়, তার জন্য কিছু টিপস হল:

  • বাসার মাঝামাঝি কোথাও রাখুন। ওয়াই-ফাই সিগন্যাল সমস্ত দিকে ছড়িয়ে পড়ে, তাই রাউটার বাসার মাঝামাঝি রাখলে পুরো বাসা জুড়ে ভালো কাভারেজ পাওয়া যায়।
  • উঁচুতে রাখুন। ওয়াই-ফাই সিগন্যাল নিচের দিকের চেয়ে উপরের দিকে ভালোভাবে ছড়িয়ে পড়ে। তাই রাউটার ৫-৬ ফিট উঁচুতে রাখবেন, তাহলে ভালো কাভারেজ পাবেন।।
  • কোনও বড় বস্তু থেকে দূরে রাখুন। দেওয়াল, আসবাবপত্র, ইলেকট্রনিক ডিভাইস, ইত্যাদি থেকে রাউটার দূরে রাখুন। এগুলো ওয়াই-ফাই সিগন্যালের পথ আটকে দিতে পারে।
  • অন্য ওয়্যারলেস ডিভাইস থেকে দূরে রাখুন। ওয়াই-ফাই, মাইক্রোওয়েভ ওভেন, ইত্যাদি অন্যান্য ওয়্যারলেস ডিভাইস থেকে রাউটার দূরে রাখুন। এগুলো থেকে আসা ওয়্যারলেস সিগন্যাল ওয়াই-ফাই সিগন্যালের সাথে হস্তক্ষেপ করতে পারে।

এছাড়াও, আপনি রাউটারের অ্যান্টেনাগুলোকে বিভিন্ন দিকে নির্দেশ করে দেখতে পারেন। এর ফলে সিগন্যাল আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে।

দোতলা বাসার ক্ষেত্রে, প্রথম তলার ছাদে বা দ্বিতীয় তলার মেঝেতে রাউটার রাখলে ভালো কাভারেজ পাওয়া যায়। তবে দোতলা বাসার জন্য সবচেয়ে ভাল সল্যুশন হচ্ছে ডেকো সিরিজের রাউটার, এক্ষেত্রে আপনি একাধিক রাউটার মেস টেকনোলজির মাধ্যমে একই SSID এর আন্ডারে ব্যাবহার করতে পারবেন। এবং প্রয়োজন্ অনুযায়ী কোন ঝামেলা ছাড়াই নতুন রাউটার ইউনিট যোগ করতে পারবেন।

এখানে কিছু অতিরিক্ত টিপস দেওয়া হল:

  • আপনার রাউটারের সর্বশেষ ফার্মওয়্যার ব্যবহার করুন। ফার্মওয়্যার আপডেটগুলি ওয়াই-ফাই পারফরম্যান্স উন্নত করতে পারে।
  • আপনার রাউটারের SSID এবং পাসওয়ার্ডটি শক্তিশালী করুন। এটি আপনার নেটওয়ার্ককে অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করতে সাহায্য করবে।
  • আপনার রাউটারের ব্যান্ডউইথ সেটিংসগুলি পরীক্ষা করুন। আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংসগুলি সামঞ্জস্য করুন।

এই টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার বাসার জন্য সর্বোত্তম ওয়াই-ফাই কাভারেজ পেতে পারেন। শুরুতে একটি কথা বলেছিলাম অনেকে বলেন আমার বাসার সাইজ অনুযায়ী রাউটার কিনেও কেন সব রুমে সমান সিগন্যাল পাচ্ছি না? এর মূল কারণ হলো নেটকওয়ার্ক ইন্টারফেয়ারেন্স ও কমপ্লেক্স বিল্ডিং স্ট্রাকচার। মানে হচ্ছে, আপনার বাসার আশে পাশে যদি প্রচুর অন্যান্য নেটওয়ার্ক ইন্টারফেয়ারেন্স থাকে এবং আপনার বাসার স্ট্রাকচার যদি খুবই জটিল হয় সেক্ষেত্রে ওয়াই-ফাই সিগন্যাল স্বাভাবিক ভাবে পাস হতে পারে না।  আরও অন্যান্য কিছু পারিপার্শ্বিক অবসটেকল সহ এই কারণগুলোতে আপনি সিগন্যাল কম পান। তবে উপরোক্ত টিপসগুলো অনুসরণ করে আপনি বাসায় সর্বোচ্চ সিগন্যাল নিশ্চিত করতে পারেন।

Visit Our Store

To Get the Best Mesh Router delivered directly to your house just visit our online store and order online for the prices and discounts today.